Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপ কর কমিশনারের কার্যালয়, পটুয়াখালী এক সময় কর অঞ্চল- খুলনার আওতাধীন ছিল। তখন কর ভবন পটুয়াখালীতে বিদ্যমান ০২টি কর সার্কেল পটুয়াখালী-০১ ও পটুয়াখালী-০২ নামে পরিচিত ছিল। ০১ নভেম্বর ২০০১ খ্রিস্টাব্দে অবিভক্ত করে কর অঞ্চল- খুলনা বিভাজনের মাধ্যেমে নতুন কর অঞ্চল- বরিশালের উদ্ভব হয়। ০৪ টি পরিদর্শী রেঞ্জ অফিস অত্র কর অঞ্চলের অধীন ২২টি সার্র্কেলের দৈনন্দিন কার্যক্রম তদারকি করে থাকে। এর মধ্যে কর ভবন পটুয়াখালীতে অবস্থিত সার্কেল-১৮ (বৈতনিক), পটুয়াখালী ও সার্কেল-২১, পটুয়াখালী পরিদর্শী রেঞ্জ-০৪ এর আওতাধীন। কর অঞ্চলের সৃষ্টিকালীন সময় থেকেই উপ কর কমিশনারের কার্যালয়, পটুয়াখালী রাজস্ব আহরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করদাতাগণকে সর্বাত্মক সেবা প্রদানের মাধ্যেমে আয়করের পরিমান বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য।